পটিয়ায় ডেইরি ফার্মের নিরাপত্তাকর্মীদের হাত-পা বেঁধে টাকা লুট

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়নের মাসুদ ডেইরী পোল্ট্রি অ্যান্ড ফিসারিজে ডাকাতির ঘটনা ঘটেছে।

- Advertisement -

শনিবার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে ডাকাতদলের সংঘবদ্ধ চক্রটি ওই ফার্মের নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে অফিসকক্ষ থেকে নগদ ২ লক্ষ ৭২ হাজার টাকা এবং দামি ও গুরুত্বপূর্ণ বিভিন্ন সরঞ্জাম লুট করে নিয়ে যায়।

- Advertisement -google news follower

প্রতিষ্ঠানটির সুপারভাইজার ফজলুল কাদের জানান, শনিবার দিবাগত রাত ২টার দিকে অস্ত্র নিয়ে চার পাঁচজন মুখোশধারী ডাকাত ফার্মের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে।

প্রথমেই তারা নিরাপত্তাকর্মী সাইফুদ্দিন, সামশুল আলম, মংসিন চাক ও হযরত আলীকে ধরে ফেলে। তাদের হাত-পা বেঁধে তিনতলার একটি কক্ষে আটকে রাখে।

- Advertisement -islamibank

ওই সময় ডাকাতরা ভয় দেখিয়ে ও মারধর করে সিসিটিভির ডিভিআর মেশিন কোথায় রাখা আছে জানতে চায়।

এরপর কক্ষের বাইরে তালা ঝুলিয়ে দিয়ে ডাকাতদল দ্বিতীয় তলার অফিসকক্ষে প্রবেশ করে। সেখানে আলমারি ও তালা ভেঙে নগদ ২ লাখ ৭২ হাজার টাকা লুট করে।

শুধু তাই নয়, সিসিটিভি ফুটেজ নষ্ট করার উদ্দেশ্যে তারা ক্যামেরার ডিভিআর মেশিনটিও নিয়ে যায়।

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) নুরুজ্জামান বলেন, খবর পাওয়ার পরপরই থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অভিযোগের ভিত্তিতে খুব শিগগিরই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ