চট্টগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) নগরীর সার্কিট হাউস সম্মেলন কক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

- Advertisement -

এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক।

- Advertisement -google news follower

সভায় চট্টগ্রাম জেলার বিগত মাসের সার্বিক অপরাধচিত্র পর্যালোচনা করা হয়।

আলোচনাকালে আসন্ন সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় বিষয়াবলি, অবৈধ অস্ত্র উদ্ধার, আসন্ন দুর্গাপূজা উৎসব সুষ্ঠুভাবে উদযাপন, অনিবন্ধিত হাসপাতালে অভিযান পরিচালনা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সাম্প্রতিক চ্যালেঞ্জসমূহ, চোরাচালান দমন ইত্যাদি বিষয়ে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়।

- Advertisement -islamibank

এছাড়াও পূজামণ্ডপে নিরাপত্তায় কার্যকরী পদক্ষেপ নেবার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করা হয়।

পুলিশ সুপার তার বক্তব্য প্রদানকালে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির বর্তমান অবস্থা উল্লেখ করেন।

এসময় তিনি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারের উপর গুরুত্ব প্রদান করেন।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম আইন-শৃঙ্খলা রক্ষায় সকলের সম্মিলিত প্রচেষ্টা আহবান করেন।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং অবৈধ মানহীন হাসপাতালের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলে তিনি এসময় উল্লেখ করেন।

বিশেষত সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিতব্য সকল ধর্মীয় ও সরকারি অনুষ্ঠানে আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য তিনি প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ