চাকসু ও হল সংসদ নির্বাচনে সর্বমোট ১,০৮৮টি মনোনয়নপত্র বিতরণ

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ এর মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) রাত ১০টায় সম্পন্ন হয়েছে। তিন দিনে (১৪, ১৫ ও ১৬ সেপ্টেম্বর) সর্বমোট ১ হাজার ৮৮টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এর মধ্যে চাকসুতে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৪৮৮ জন এবং ১৪টি আবাসিক হল ও একটি হোস্টেল সংসদের জন্য ৬০০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

- Advertisement -

গত ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া মনোনয়নপত্র বিতরণ কার্যক্রমে বিপুল সংখ্যক শিক্ষার্থীর আগ্রহ দেখা গেছে। প্রাথমিকভাবে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত কার্যক্রম চলার কথা থাকলেও শেষদিন মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর শিক্ষার্থীদের আগ্রহ দেখে তাদের সুবিধার্থে সময় বাড়ানো হয়। এদিন রাত ১০টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করেছেন নির্বাচন কমিশন।

- Advertisement -google news follower

হল সংসদ নির্বাচনের জন্য বিভিন্ন হল থেকে সংগৃহীত মনোনয়নপত্রের সংখ্যা নিচে দেওয়া হলো:

* এ এফ রহমান হল: ৪২টি
* আলাওল হল: ৩৯টি
* আমানত হল: ৪৬টি
* বিজয় ২৪ হল: ৩৯টি
* অতীশ দীপঙ্কর হল: ৪৯টি
* ফরহাদ হোসেন হল: ৫৮টি
* খালেদা জিয়া হল: ৩৭টি
* সূর্যসেন হল: ৩৯টি
* ফয়জুন্নেসা হল: ১৪টি
* প্রীতিলতা হল: ৩৩টি
* রব হল: ৩৭টি
* রশিদ হোস্টেল: ২৬টি
* শামসুন নাহার হল: ২৫টি
* শাহজালাল হল: ৪১টি
* সোহরাওয়ার্দী হল: ৭৫টি

- Advertisement -islamibank

চাকসুর ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর, বুধবার। আগামী ১৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২১ সেপ্টেম্বর, রোববার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর, মঙ্গলবার দুপুর সাড়ে ৩টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর, রোববার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণের পরপরই ভোট গণনা শুরু হবে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ