ভারতে পালানোর সময় সাবেক এমপি ফজলে করিমের ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

ভারতে পালানোর সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাউজান উপজেলা শাখার সহ-সভাপতি ইরফান আহমেদ চৌধুরীকে (৫২) গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisement -

আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ভারত পালানো সময় আখাউড়া স্থলবন্দর থেকে তাঁকে আখাউড়া থানা পুলিশের সহযোগিতায় রাউজান থানা-পুলিশের একটি দল গ্রেপ্তার করে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া থানার এসআই জয়নাল আবেদীন।

- Advertisement -google news follower

গ্রেপ্তারকৃত ইরফান রাউজান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গহিরা বক্সে আলী চৌধুরী বাড়ির জালাল আহমেদের ছেলে এবং তিনি রাউজানের সাবেক সংসদ সদস্য (এমপি) এবিএম ফজলে করিম চৌধুরীর ব্যক্তিগত সহকারী।

সূত্রমতে, রাজনৈতিক পট পরিবর্তনের পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। তাঁর বিরুদ্ধে তরিক্বত ভিত্তিক ধর্মীয় আধ্যাত্মিক সংগঠন মুনিরিয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর কার্যালয় ভাঙচুর, লুটসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

- Advertisement -islamibank

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া থানার এসআই জয়নাল আবেদীন বলেন, তিনি ভারাত পালিয়ে যাওয়ার চেষ্টাকালে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রাউজান থানায় প্রেরণের প্রক্রিয়া চলছে।

এদিকে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, আখাউড়া হয়ে ভারত পালিয়ে যাওয়ার গোপন সংবাদ পেয়ে আখাউড়া থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

রাউজান থানার একদল পুলিশ আখাউড়া থানা থেকে রাউজান থানার উদ্দেশে রওনা হয়েছেন। এরপর তাঁকে আদালতে সোপর্দ করা হবে। তার বিরুদ্ধে এক ধর্মীয় সংগঠনের শাখা ভাঙচুরের মামলা রয়েছে বলে দাবি করেন তিনি। প্রসঙ্গত ইরফান নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের চাচাতো ভাই। তবে তিনি রাউজানের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর অনুসারী।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ