১৭ বিয়ে করা সেই বন কর্মকর্তা পুলিশ হেফাজতে

অনলাইন ডেস্ক

১৭টি বিয়ের অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া বরিশাল বিভাগের সদ্য সাবেক বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারীকে এরই মধ্যে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।

- Advertisement -

গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাদের পুলিশি হেফাজতে নেওয়ার ঘটনাটি ঘটে।

- Advertisement -google news follower

পুলিশ জানায়, বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারীকে গতকাল (মঙ্গলবার) সাময়িক বরখাস্ত করে রংপুর বিভাগে সংযুক্ত করা হয়। এরপর রাতের আধারে তিনি বরিশাল ত্যাগ করতে চেয়েছিলেন।

খবর পেয়ে স্থানীয় ঠিকাদারসহ বেশ কয়েকজন তাকে বাধা দেয়। এ সময় সেখানে হট্টগোলের সৃষ্টি হয়। সেখান থেকেই তাকে হেফাজতে নেয়া হয়।

- Advertisement -islamibank

বাধাদানকারীদের অভিযোগ, বন কর্মকর্তা কবির বিভিন্ন সময় তাদের কাছ থেকে লাখ লাখ টাকা ধার নিয়েছে। পাওনা পরিশোধ না করেই রাতের আধারে বরিশাল থেকে পালিয়ে যাচ্ছিলেন।

অপর দিকে পুলিশ জানায়, বিশৃঙ্খলা এড়াতেই তাকে হেফাজতে নেয়া হয়েছে। এ সময় বাধাদানকারীদের অভিযোগ শুনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ