চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার ভেল্লাপাড়া এলাকায় মিনিবাসের চাপায় অজ্ঞাতপরিচয় এক পথচারী নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ভেল্লাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী রায়হান জানান, চট্টগ্রামমুখী একটি মিনিবাস হঠাৎ ব্রেক ফেল করলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়ানো একটি বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে।
এতে এক নারী পথচারী ঘটনাস্থলেই বাসের নিচে পিষ্ট হয়ে মারা যান এবং আরও কয়েকজন গুরুতর আহত হন।
পটিয়া হাইওয়ে থানার সার্জেন্ট আলাউদ্দিন বলেন, “সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনায় একজন নারী নিহত ও তিনজন আহত হয়েছেন। গাড়িটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”