সিডিএ জাতীয়তাবাদী কর্মচারী দল সিবিএ’র নবনির্বাচিত কমিটির সাথে সিটি মেয়রের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ(সিডিএ) জাতীয়তাবাদী কর্মচারী দল (সিবিএ, রেজিঃ-২৯৪৯) এর নবনির্বাচিত নেতৃবৃন্দ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

- Advertisement -

শুক্রবার অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে চউক জাতীয়তাবাদী কর্মচারী দলের সভাপতি ফয়েজ আহমেদ বাবুল, সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান, চকবাজার থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সোহেল, মোঃ দোলোয়ার হোসেন, আবু জাফর ইকবাল, মোঃ জাকির হোসেন, মোঃ জামাল উদ্দিন, মোঃ নাছির মিয়া, মোঃ আবুল বশর চৌধুরী, মোঃ সরোয়ার হোসেন, মোঃ ইদ্রিস মিয়া সহ নবনির্বাচিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

- Advertisement -google news follower

সাক্ষাৎকালে নবনির্বাচিত নেতৃবৃন্দ মেয়রের দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন। এসময় মেয়র ডা. শাহাদাত হোসেন নবনির্বাচিত কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, কর্মচারী সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানের উন্নয়ন, সুশাসন ও কর্মচারীদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব দায়িত্বশীল ভূমিকা পালন করে চট্টগ্রামের উন্নয়ন কার্যক্রমে ইতিবাচক অবদান রাখবে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ