ছেলেদের বর্ষসেরা কোচ এনরিকে, মেয়েদের ভিগম্যান

অনলাইন ডেস্ক

পিএসজিকে ট্রেবল জিতিয়ে ছেলেদের ফুটবলে বর্ষসেরা কোচের পুরস্কার হুয়ান ক্রুইফ ট্রফি জিতেছেন পিএসজি কোচ  লুইস এনরিকে আর মেয়েদের বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন ইংল্যান্ড নারী দলের কোচ সারিনা ভিগম্যান।

- Advertisement -

সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে প্যারিসের থিয়েটার দু শাতলেতে জমকালো আয়োজনে ব্যালন ডি’অর-২০২৫ বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেয়া হয়।

- Advertisement -google news follower

তবে মার্সেইয়ের বিপক্ষে ম্যাচ থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি এনরিকে। তবে ভিডিওবার্তায় ধন্যবাদ জানিয়েছেন সবাইকে। তার হয়ে মঞ্চে ট্রফি গ্রহণ করেছেন ইতালির কিংবদন্তি কোচ ফাবিও কাপেলো।

হ্যান্সি ফ্লিক, আর্নে স্লট ও অ্যান্টোনিও কোন্তেকে টপকে এনরিকের হাতে উঠেছে সেরা কোচের পুরস্কার। পিএসজিকে গত মৌসুম ট্রেবল জিতিয়েছেন কোচ লুইস এনরিকে।

- Advertisement -islamibank

মেয়েদের বর্ষসেরা কোচের পুরস্কার ইয়োহান ক্রুইফ ট্রফি জিতেছেন ইংল্যান্ড নারী দলকে দুবার ইউরো জেতানো কোচ সারিনা ভিগমান। পুরস্কারটি তার হাতে তুলে দেন ফাবিও কাপেলো।

প্রসঙ্গত, গত বছর থেকে ব্যালন ডি’অর পুরস্কারে বর্ষসেরা কোচের ক্যাটাগরি যুক্ত করা হয়। যেটি দেওয়া হয় নেদারল্যান্ডস ও বার্সেলোনা কিংবদন্তি ইয়োহান ক্রুইফের নামে।

২০২৪ সালে পুরুষদের সেরা কোচ হন রেয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তি। আর নারী বিভাগে জয়ী হন চেলসির কোচ এমা হায়েস।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ