সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় ভাষণ দেবেন তিনি।

- Advertisement -

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

- Advertisement -google news follower

প্রধানমন্ত্রীর এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টিভি চ্যানেল ও রেডিওতে একযোগে সম্প্রচার করা হবে।

গত ৩০ ডিসেম্বর আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। ২৯৯ আসনের মধ্যে ২৮৮টি আসনে জয়লাভ করে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট। ৩ জানুয়ারি শপথগ্রহণ করেন নতুন সংসদ সদস্যরা। ৭ জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বে ৪৭ সদস্যের মন্ত্রিসভার সদস্যরা শপথগ্রহণ করেন।

- Advertisement -islamibank

এর আগে ২০১৮ সালের ১২ জানুয়ারি সরকারের আগের মেয়াদের চার বছর পূর্তির দিন প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেন। ওই ভাষণে সরকারের চার বছরের সাফল্য তুলে ধরে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি।

জয়নিউজ/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM