চট্টগ্রামে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত ৩৩, চিকুনগুনিয়ায় ১৮

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে একদিনের ব্যবধানে নতুন করে আরও ৩৩ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। তাদেরকে নিয়ে জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ হাজার ২৫৪ জনে।

- Advertisement -

সোমবার এ বিষয়ে সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নগরের পাঁচটি বেসরকারি হাসপাতালে একদিনে ৩৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ১৮ জন পুরুষ, ১২ জন নারী ও ৩ জন শিশু রয়েছে।

- Advertisement -google news follower

জানা গেছে, চট্টগ্রাম জেলায় এখন পর্যন্ত (চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত) ২ হাজার ২৫৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের মধ্যে মহানগরের ১ হাজার ২১১ জন ও বিভিন্ন উপজেলার ১ হাজার ৪৩ জন রয়েছেন।

এর মধ্যে ১ হাজার ১৮৮ জন পুরুষ, ৬৮২ জন নারী ও ৩৮৪ জন শিশু রয়েছে। এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ১১ জন পুরুষ, ছয়জন নারী ও দুইজন শিশু রয়েছেন।

- Advertisement -islamibank

এদিকে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, চট্টগ্রামে একদিনের ব্যবধানে নতুন করে আরও ১৮ জন চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৭ জন পুরুষ, ৬ জন নারী ও ৫ জন শিশু রয়েছে।

জেলায় এখন পর্যন্ত (চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত) এই রোগে মোট ৩ হাজার ৪৪০ জন আক্রান্ত হয়েছেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ