৬ বছর পর সভাপতি হিসেবে ফিরলেন সৌরভ গাঙ্গুলি

অনলাইন ডেস্ক

দীর্ঘ ছয় বছর পর ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)-এর সভাপতি পদে ফিরলেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

- Advertisement -

সোমবার (২২ সেপ্টেম্বর) কলকাতায় অনুষ্ঠিত সিএবির ৯৪তম বার্ষিক সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় মহারাজের পুরো প্যানেল।

- Advertisement -google news follower

মাত্র ৫০ মিনিটের সভা শেষে সরকারিভাবে সৌরভকে সিএবি প্রেসিডেন্ট ঘোষণা করা হয়।

পরে আতসবাজির রোশনাই ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে ইডেনে তাকে বরণ করে নেয় অনুরাগীরা।

- Advertisement -islamibank

সহসভাপতি নীতীশ রঞ্জন দত্ত, কোষাধ্যক্ষ সঞ্জয় দাস, সচিব বাবলু কোলে ও যুগ্মসচিব মদন ঘোষকে নিজ হাতে আসনে বসিয়ে প্রেসিডেন্টের দায়িত্ব নেন সৌরভ।

২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপের পর ইডেন গ্যালারির সংস্কার কাজ শুরু হতে পারে, লক্ষ্য এক লাখ আসন তৈরি। ডুমুরজলায় ক্রিকেট অ্যাকাডেমির কাজ দ্রুত শুরু হবে।

আগামী বছরের টি–টোয়েন্টি বিশ্বকাপের বড় ম্যাচ আনার পরিকল্পনাও রয়েছে।

সাংবাদিকদের প্রশ্নে সৌরভ বলেন, ইডেনের পরিকাঠামো আগেই আছে, শুধু কিছু সংযোজন ও পরিবর্তন আসবে। অনেক পরিকল্পনা রয়েছে। বাংলা ক্রিকেট নিয়ে এখন থেকে পুরোপুরি মনোযোগ দেব।

উল্লেখ্য, ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক দিবা–রাত্রির টেস্টের পর এবারের ভারত–দক্ষিণ আফ্রিকা টেস্টই হবে ইডেন গার্ডেন্সে প্রথম পাঁচদিনের ম্যাচ।

অন্যদিকে, গুঞ্জন উঠেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে পারেন মিথুন মানহাস। তাকে ও তার কমিটিকে আগাম শুভেচ্ছাও জানিয়েছেন সৌরভ গাঙ্গুলি।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ