টানা ৩৪ বছর হজের খুতবা দেওয়া সৌদি গ্র্যান্ড মুফতির মৃত্যু

অনলাইন ডেস্ক

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও সিনিয়র স্কলারস কাউন্সিলের প্রধান শেখ আবদুল আজিজ আল-শেখ মারা গেছেন। রিয়াদে মঙ্গলবার সকালে ৮২ বছর বয়সে তিনি মারা যান। সৌদি আরবের রাজ দরবার এক বিবৃতিতে একথা জানিয়েছে।

- Advertisement -

আবদুল আজিজ আল-শেখ ১৯৮২ সালে আরাফা প্রাঙ্গণের ঐতিহাসিক নামিরাহ মসজিদে ইমাম ও ধর্মপোদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছিলেন। তিনি ২০১৪ সাল পর্যন্ত টানা ৩৪ বছর আরাফাতের ময়দানে পবিত্র হজের খুতবা পাঠ করেছিলেন।

- Advertisement -google news follower

১৯৯৯ সালে গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন বাজের মৃত্যুর পর আল-শেখকে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি নিয়োগ করা হয়েছিল।

রাজ দরবারের এক বিবৃতিতে বলা হয়েছে, “শেখ আব্দুল আজিজ আল-শেখের মৃত্যুতে সৌদি আরবসহ গোটা মুসলিম বিশ্ব এক বিশিষ্ট আলেমকে হারাল, যিনি ইসলাম ও মুসলমানদের সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।”

- Advertisement -islamibank

সৌদি আরবের স্থানীয় সময় মঙ্গলবার আসরের নামাজের পর রিয়াদে ইমাম তুর্কি বিন আব্দুল্লাহ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। তাছাড়া, মক্কার গ্র্যান্ড মসজি, মদিনার মসজিদে নববীসহ দেশের সব মসজিদেও গায়েবানা জানাজার নির্দেশ দিয়েছেন সৌদি বাদশাহ সালমান।

তার মৃত্যুতে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান গভীর শোক প্রকাশ করেছেন। মৃতের পরিবার, সৌদি জনগণ এবং মুসলিম বিশ্বের প্রতি সমবেদনাও জানিয়েছেন তারা।

শেখ আবদুল আজিজ আল-শেখ জীবদ্দশায় সৌদি আরবের ‘জেনারেল প্রেসিডেন্সি অব স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতা’ এবং ‘মুসলিম ওয়ার্ল্ড লিগের সুপ্রিম কাউন্সিল’-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

১৯৪৩ সালের ৩০ নভেম্বর মক্কায় জন্ম নেওয়া আল-শেখ শৈশবেই কোরআন মুখস্থ করেন। ১৭ বছর বয়সে তিনি দৃষ্টিশক্তি হারান। ১৯৬১ সালে রিয়াদের ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামিক ইউনিভার্সিটির শরিয়া কলেজে ভর্তি হয়ে ১৯৬৫ সালে আরবি ও ইসলামি শরিয়ায় স্নাতক ডিগ্রি অর্জন করেন।

একই বছর তিনি রিয়াদের ইমাম আল-দাওয়া ইনস্টিটিউটে শিক্ষক হিসেবে যোগ দেন এবং সেখানে আট বছর পাঠদান করেন। এরপর তিনি ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামিক ইউনিভার্সিটির শরিয়া কলেজে যোগ দেন। সেখানে সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে উন্নীত হন।

পাশাপাশি রিয়াদের ‘হাইয়ার ইনস্টিটিউট অব জুডিশিয়ারিতেও’ শিক্ষকতা করেন এবং সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য হন।

ধর্মীয় দায়িত্বে তিনি রিয়াদের শেখ মোহাম্মদ বিন ইব্রাহিম মসজিদে ইমাম ও খতিব ছিলেন। পরে শেখ আবদুল্লাহ বিন আব্দুল লতিফ মসজিদে জুমার ইমামতি করেন। পরবর্তীতে তিনি ইমাম তুর্কি বিন আব্দুল্লাহ মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব নেন।

১৯৮৭ সালে আল-শেখকে কাউন্সিল অব সিনিয়র স্কলারস এর সদস্য করা হয়। ১৯৯১ সালে তিনি স্থায়ী কমিটি ফর স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতায় পূর্ণকালীন সিনিয়র সদস্য হন। এরপর ১৯৯৫ সালে তিনি সৌদি আরবের ডেপুটি গ্র্যান্ড মুফতি পদে নিয়োগ পান।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ