আজ থেকে দেশের সব থানায় কাল চালু হচ্ছে অনলাইন জিডি

অনলাইন ডেস্ক

দেশের সব থানায় আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) থেকে অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) করার সুযোগ চালু হচ্ছে। এর ফলে রেলওয়ে পুলিশের ৬ জেলায় ২৪টি থানাসহ সব থানায় জনসাধারণ ঘরে বসেই জিডি করতে পারবেন।

- Advertisement -

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন জানান, প্রধান উপদেষ্টার নির্দেশনায় পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে অনলাইন জিডি চালু করা হয়েছে। এখন আর থানায় যেতে হবে না, মোবাইল অ্যাপ কিংবা ওয়েবসাইট থেকে অনলাইনে জিডি করা যাবে।

- Advertisement -google news follower

অনলাইন জিডি করতে গুগল প্লে স্টোর থেকে ‘Online GD’ অ্যাপ ডাউনলোড করে একবার রেজিস্ট্রেশন করলেই হবে। রেজিস্ট্রেশন বা জিডি করতে কোনো অসুবিধা হলে ০১৩২০০০১৪২৮ নম্বরে ২৪ ঘণ্টা যোগাযোগ করা যাবে।

জনগণের দোরগোড়ায় দ্রুততম সময়ে সেবা পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ