চট্টগ্রাম নগরীর ডবলমুরিংয়ে ছুরিকাঘাতে নিহত মো. রাজু হত্যা মামলার প্রধান আসামি মো. আরিফকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব-৭।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টায় খুলশী থানাধীন টাইগারপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাজু আকবরশাহ থানা এলাকার মো. ইসলামের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ৮টায় টাইগারপাস এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার প্রধান আসামি মো. আরিফকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিকে চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।