সাতকানিয়ায় ইয়াবাসহ ৩ যুবক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের সাতকানিয়া থানাধীন ঢেমশা গ্রামের বটতলী রেল ক্রসিং এলাকায় একটি নোহা গাড়িতে অভিযান চালিয়ে ৪৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

- Advertisement -

এসময় মাদক পরিবহনে ব্যবহৃত নোহা গাড়িটি জব্দ করার পাশাপাশি তিন যুবককে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -google news follower

গতকাল রাতে গোপন সোর্সের খবরে বিশেষ অভিযান পরিচালনা করে এসব ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- মোহাম্মদ ফেরদৌস ওরফে ফিরোজ (৩৮), মোহাম্মদ ইয়াসিন (৩৭) ও ছলিম উল্লাহ (২৩)।

- Advertisement -islamibank

বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রামের উপ-পরিচালক হুমায়ুন কবির খন্দকার জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, তারা পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের সাথে জড়িত।

সবশে প্রশাসনের চোখ ফাঁকি দিতে তারা সাতকানিয়া-বাঁশখালী রুটে পালানোর চেষ্টা করে। তবে সোর্সের তথ্যমতে আগে থেকে সেখানে অবস্থান করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম তাদের ধাওয়া করে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে জানালেন এ কর্মকর্তা।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ