রাঙামাটি জেলার রাজস্থলীতে দেয়াল ধসে চার বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার চন্দ্রঘোনা থানাধীন বাঙ্গালহালিয়া ইউনিয়ন এর ম্রংদ্রং পাড়া নামক এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম মো. জুনাইদ (৪)। সে রাজস্থলীর বাসিন্দা মো. জাহাঙ্গীর আলমের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা জানান, দেওয়াল ধসে আহত হয়ে শিশুটির মৃত্যুর খবর শুনেছি। ইতিমধ্যে শিশুটির দাফনও সম্পন্ন হয়েছে বলে তিনি জানান।
চন্দ্রঘোনা থানার ওসি মোহাম্মদ শাহজাহান কামাল জানান, শিশুটি তার নানার বাসায় থাকতো। দেওয়াল ধসে শিশুটির মৃত্যুর ঘটনায় পরিবার থেকে কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তাস্তর করা হয়েছে।