দেশ পুনর্গঠনে প্রবাসীদের অংশগ্রহণের আহ্বান প্রধান উপদেষ্টার

অনলাইন ডেস্ক

দেশ পুনর্গঠনে সহযোগিতা এবং অবদানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

- Advertisement -

গতকাল (শনিবার, ২৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ‘এনআরবি কানেক্ট ডে- এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিজ’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান।

- Advertisement -google news follower

এসময় বাংলাদেশের জন্য প্রবাসীরা একটি অবিচ্ছেদ্য অংশ বলে অভিহিত করেন প্রধান উপদেষ্টা।

অনুষ্ঠানে জুলাই পরবর্তী গত ১৫ মাসে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। যেখানে রেমিট্যান্সে ২১ শতাংশেরও বেশি প্রবৃদ্ধিতে অবদান রাখায় বাংলাদেশি প্রবাসীদের প্রশংসা করেন তিনি।

- Advertisement -islamibank

অনুষ্ঠানে বাংলাদেশ প্রশ্নে এক থাকার অঙ্গীকার করেন বিএনপি-জামায়াত ও এনসিপির নেতারা।

এদিকে বিমানবন্দরে রাজনীতিকদের ওপর আওয়ামী লীগের হামলার ঘটনায় ওয়াশিংটনে থাকা বাংলাদেশ দূতাবাস কিংবা নিউইয়র্ক কনস্যুলেটের কারও ব্যর্থতা থাকলে ব্যবস্থা নেয়া হবে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ