চুপিসারে প্রেমিককে বিয়ে করে ফেললেন পপ তারকা সেলেনা গোমেজ

অনলাইন ডেস্ক

বিয়ে করেছেন সেলেনা গোমেজ। দীর্ঘদিনের প্রেমিক বেনি ব্লাঙ্কোর সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। গত বছরের ডিসেম্বরে বেনির সঙ্গে বাগদান সেরেছিলেন এই বিশ্বখ্যাত পপ তারকা

- Advertisement -

এর নয় মাসের মাথায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তারা; পরিণয় ঘটলা তাদের দীর্ঘদিনের প্রেমের।

- Advertisement -google news follower

রবিবার এপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিয়ের অনুষ্ঠানে গোমেজ পরেছিলেন ফুলের নকশায় সজ্জিত সাদা ব্রাইডাল হাল্টার ড্রেস।

আর ব্ল্যাঙ্কো সেজেছিলেন টাক্সেডো ও বো টাইয়ে। পাপারাজ্জিরা সান্তা বারবারা এলাকায় বিশাল আউটডোর তাঁবু ও অন্যান্য আয়োজনের ছবি তুলেছিলেন।

- Advertisement -islamibank

এদিকে বিনোদন জগতের সহকর্মী ও ব্র্যান্ডগুলো এই দম্পত্তিকে অভিনন্দন জানিয়েছে। তার সিরিজ অনলি মাডার্স ইন দ্য বিল্ডিংয়ের অফিশিয়াল অ্যাকাউন্ট লিখেছে, আমাদের মেবেল বিয়ে করল।

তার কসমেটিক ব্র্যান্ড রেয়ার বিউটি পোস্ট করেছে, তোমাদের দুজনের জন্য আমরা ভীষণ খুশি। এছাড়া শুভেচ্ছা জানিয়েছেন কামিলা কাবেলো, অ্যামি শুমারসহ আরও অনেকে।

৩৩ বছর বয়সী গোমেজ ও ৩৭ বছর বয়সী ব্ল্যাঙ্কোর পরিচয় প্রায় এক দশক আগে। গত বছরের শেষে তারা এনগেজড হন। ২০১৯ সালে তারা আই ক্যান নট গেট এনাফ গানে একসঙ্গে কাজ করেন।

গীতিকার ও প্রযোজক হিসেবে ব্ল্যাঙ্কো কেটি পেরির টিনেজ ড্রিম, ব্রিটনি স্পিয়ার্সের সার্কাস ও ম্যারুন ফাইভের মুভস লাইক জগারের মতো হিট গানে যুক্ত ছিলেন।

অন্যদিকে, গোমেজের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে- কাম ডাউন, গুড ফর ইউ, সেম ওলড লাভ এবং কাম অ্যান্ড গেট ইট।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ