মালদ্বীপে নেপালি নারীকে ছুরিকাঘাত, বাংলাদেশি যুবক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

মালদ্বীপে ২১ বছর বয়সি এক নেপালি নারীকে ছুরিকাঘাতের ঘটনায় জাহাঙ্গীর মিয়া (২৫) নামে এক প্রবাসী বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

- Advertisement -

শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানী মালেতে পার্শ্ববর্তী শহর হুলহুমালের দ্বিতীয় ফেজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম সান এমভি জানিয়েছে।

- Advertisement -google news follower

স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ঘটে আনুমানিক দুপুর ১টার দিকে হুলহুমালে শহরের প্রথম ফেজে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত নেপালি নারীকে উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যায়।

অন্যদিকে, ঘটনাস্থলে থাকা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ। পরে অধিকতর তদন্তের জন্য সন্দেহভাজন ব্যক্তি হিসেবে বাংলাদেশি যুবককে শনাক্ত করা হয়।

- Advertisement -islamibank

এ সময় তাকে ঘটনার মূল অভিযুক্ত হিসেবে সন্ধ্যায় হুলহুমালের দ্বিতীয় ফেজ এলাকা থেকে গ্রেপ্তার দেখানো হয়।

এ ঘটনার পুরো পরিস্থিতি নির্ধারণের জন্য সক্রিয়ভাবে মামলাটি আরও তদন্ত করছে মালদ্বীপ পুলিশ সার্ভিস।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ