গোসাইলডাঙ্গায় পূজামন্ডপ পরিদর্শন করলেন মুক্তিযুদ্ধ উপদেষ্টা

অনলাইন ডেস্ক

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে গতকাল ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন গোসাইলডাঙ্গা একতা সংঘ ও তরুণ সংঘ আয়োজিত পূজামন্ডপ পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম বীর প্রতীক এবং চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন।

- Advertisement -

পূজামন্ডপ পরিদর্শনকালে তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। এটি সার্বজনীন উৎসব। সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রাখা ও ঐক্য ধরে রাখার মাধ্যমে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে। এবারের আয়োজনকে সাবলীল করতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা নিয়েছে। এটার সার্বিক একটা রূপ আছে। যেমন ধর্মীয় আছে, তেমনি নানা ধর্মের মানুষ উৎসব আয়োজনে সামিল হয়।

- Advertisement -google news follower

ঐদিন তিনি নগরীর পতেঙ্গা, জে.এম.সেন হল, কুসুম কুমারী সিটি করপোরেশন স্কুল, দেওয়ানজী পুকুর পাড়, প্রবর্ত্তক মন্দির, কাতালগঞ্জসহ বিভিন্ন পূজামন্ডপও পরিদর্শন করেন। পরিদর্শনকালে পূজামন্ডপ এলাকা ও আশপাশের সড়ক শৃঙ্খলা, এলাকাগুলোতে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা, সার্বিক আইন-শৃঙ্খলা ও ব্যবস্থাপনায় সন্তুুষ্টি প্রকাশসহ পুণ্যার্থীদের সাথে পূজার শুভেচ্ছা বিনিময় করেন উপদেষ্টা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোঃ কামরুজ্জামান, সিএমপি’র ডিসি (পশ্চিম) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, ডিসি (ট্রাফিক-বন্দর) কবীর আহম্মেদ, ডিসি (ক্রাইম এন্ড অপারেশন্স) মোঃ রইছ উদ্দিন ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ