গাজামুখী ত্রাণবহর আটক: ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশের তীব্র নিন্দা

অনলাইন ডেস্ক

গাজার জনগণের জন্য মানবিক সহায়তা নিয়ে যাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা‘ আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি বাহিনীর হাতে আটকের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ।

- Advertisement -

শুক্রবার (৩ অক্টোবর) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে একে “ক্ষুধাকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহারের ন্যক্কারজনক উদাহরণ” বলেও অভিহিত করা হয়েছে।

- Advertisement -google news follower

বাংলাদেশ সরকার অবিলম্বে ফ্লোটিলায় থাকা সব মানবাধিকারকর্মী ও শান্তিকামী নাগরিকের নিঃশর্ত মুক্তি, পাশাপাশি তাদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, গাজা ও পশ্চিম তীর থেকে ইসরায়েলের বেআইনি দখলদারিত্ব অবসান, আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুসরণ, এবং গাজায় চলমান গণহত্যা ও মানবিক অবরোধ বন্ধ করার আহ্বান জানায় বাংলাদেশ।

- Advertisement -islamibank

বাংলাদেশের মতে, এই মানবিক ত্রাণবহর বিশ্বের জনগণের ফিলিস্তিনি মানুষের প্রতি সংহতির প্রতীক। গাজাবাসীর কাছে সহায়তা পৌঁছাতে ইসরায়েলকে নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বানও জানানো হয়।

বিবৃতির শেষে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে ফিলিস্তিনের মানুষের পাশে থাকার অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। চলমান সংকটে ফিলিস্তিনিদের জীবন, মর্যাদা ও জীবিকার মৌলিক অধিকার যেভাবে লঙ্ঘিত হচ্ছে, তা অবিলম্বে বন্ধের দাবিও জানায় ঢাকা।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ