আনন্দ এল রাইয়ের বহুল প্রতীক্ষিত ছবি ‘তেরে ইশ্ক মে’-এর টিজার অবশেষে প্রকাশ পেয়েছে। আর এই মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বলিউড অভিনেত্রী কৃতি স্যানন।
ছবিতে তিনি রূপ দিয়েছেন মুক্তি নামের এক নারীর চরিত্রে, যিনি ভালোবাসা, দায়িত্ব ও বেদনার টানাপোড়েনে জর্জরিত।
কখনো দুঃখ ভুলতে মদে ডুবে যাচ্ছেন, কখনো আবার নিষিদ্ধ প্রেমের ঝড়ে দাঁড়িয়ে লড়ছেন- প্রতিটি দৃশ্যে কৃতির অভিনয়ে ধরা পড়েছে খোলা আবেগ ও ভঙ্গুরতা।
তার বিপরীতে আছেন দক্ষিণী তারকা ধনুশ। কাহিনির আবহ গড়ে উঠেছে বেনারসের প্রেক্ষাপটে, যেখানে এ আর রহমানের সুর ছবিকে দিয়েছে গভীর আবেগের পরশ।
সুরের মায়া আর চরিত্রের দ্বন্দ্ব মিলিয়ে তৈরি হয়েছে এক হৃদয়বিদারক প্রেমকাহিনির আভাস।
দর্শক ও ভক্তরা ইতিমধ্যেই কৃতির অভিনয়কে তাঁর ক্যারিয়ারের অন্যতম শক্তিশালী ও আবেগঘন চরিত্র হিসেবে প্রশংসা করছেন।
আসছে ২০২৫ সালের ২৮ নভেম্বর মুক্তি পেতে যাওয়া ‘তেরে ইশ্ক মে’ হতে চলেছে এক বেদনাময় প্রেমের গল্প, যেখানে কৃতি স্যানন হয়ে উঠেছেন ছবির আবেগের প্রধান ভরকেন্দ্র।
আর ধনুশের সঙ্গে তার পর্দারchemistry ইতিমধ্যেই বলিউডে নতুন কৌতূহল সৃষ্টি করেছে।
টিজার মুক্তির পর ছবিটির জন্য দর্শকের প্রত্যাশা এখন আরও বেড়ে গেছে।