নারায়ণগঞ্জের ফতুল্লায় অনিকা আক্তার (১৮) নামে এক বাউল শিল্পীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার ভোরে (৪ অক্টোবর) ফতুল্লার ভুইগড় মাস্টারবাড়ী এলাকার একটি পাঁচতলা ভবনের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর রাত ৪টার দিকে অনিকার স্বামী হাবিবুর রহমান সিকদার (২৬) স্ত্রীকে অচেতন অবস্থায় সাইনবোর্ড এলাকার প্রোঅ্যাকটিভ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যমতে, অনিকার গলায় ওড়না পেঁচানো দাগ ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়। বিষয়টি সন্দেহজনক মনে হলে হাসপাতাল কর্তৃপক্ষ ফতুল্লা থানা পুলিশকে খবর দেয়।
সংবাদ পেয়ে ফতুল্লা থানার এসআই আবুল বাশার ফোর্সসহ হাসপাতালে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় স্বামী হাবিবুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। নিহত অনিকা আক্তারের বাড়ি মাদারীপুর জেলার মোস্তফাপুর এলাকায়। তার চার মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, অনিকা ও হাবিবের দাম্পত্য জীবনে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো।
সম্প্রতি, ২ অক্টোবরও তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে বলে প্রতিবেশীরা জানিয়েছেন। তখনও অনিকাকে প্রোঅ্যাকটিভ হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শরিফুল ইসলাম জানান, মৃত্যুর কারণ স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এটি আত্মহত্যা না হত্যাকাণ্ড—তা তদন্তে বের হবে।