আগামী ১৪ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত ব্রাজিলের পাঁচটি শহরে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার ৪৬তম আসর। আর এ আসরটিকে ঘিরে বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) রাতে রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হয়েছে গ্রুপ পর্বের ড্র।
ড্রতে আয়োজক ব্রাজিল পেয়েছে পেরু-ভেনেজুয়েলা ও বলিভিয়াকে। আর আর্জেন্টিনা পেয়েছে কলম্বিয়া-প্যারাগুয়ে ও কাতারকে। এদিকে উরুগুয়ে পেয়েছে জাপান-ইকুয়েডর ও বর্তমান চ্যাম্পিয়ন চিলিকে।
আগামী ১৪ জুন সাওপাওলোতে টুর্নামেন্টের উদ্বোধন হবে। আর ৭ জুলাই রিও ডি জেনেরিওর মারাকানা স্টেডিয়ামে হবে ফাইনাল। পোর্তো আলেগ্রি, বেলো হরিজেন্তো এবং সালভাদরে হবে ম্যাচগুলো।
কোপা আমেরিকার গ্রুপ তালিকা:
গ্রুপ ‘এ’: ব্রাজিল, বলিভিয়া, ভেনেজুয়েলা, পেরু
গ্রুপ ‘বি’: আর্জেন্টিনা, কলম্বিয়া, প্যারাগুয়ে, কাতার
গ্রুপ ‘সি’: উরুগুয়ে, ইকুয়েডর, জাপান, চিলি