চট্টগ্রামে অস্ত্র ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র-কার্তুজসহ মো. জাহিদুল হাসান মুরাদ ওরফে নুর ইসলাম (৩২) নামে এক আসামি গ্রেপ্তার হয়েছেন।

- Advertisement -

শুক্রবার দিবাগত রাত আড়াইটায় মজুরিপাড়ার ফরিদ মেম্বারের ভাড়াবাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -google news follower

বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাত আড়াইটায় মজুরিপাড়ার ফরিদ মেম্বারের ভাড়াবাসা থেকে নুর ইসলাম নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।

তার কথাবার্তা অসংলগ্ন হওয়ায় তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে বায়েজিদ বোস্তামী খানাধীন মাইজপাড়া জারুয়ার দিঘির পাড় এলাকায় অস্ত্র-গুলি লুকিয়ে রেখেছে বলে জানায় নুর ইসলাম।

- Advertisement -islamibank

ভোর ৫টায় মাইজপাড়া জারুয়ার দিঘীর পাড়ে একটি ঝোঁপের ভেতর থেকে একটি দেশীয় তৈরি এলজি ও ৯টি কার্তুজ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানার ৪টিসহ বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ