চট্টগ্রামে সাগরে মাছ ধরার সময় জেলেদের নৌকায় ডাকাতির ঘটনা ঘটেছে। পরে অভিযান চালিয়ে ডাকাতদলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে একটি ফিশিং বোট, মাছ ধরার জাল ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।
পাহাড়তলী থানার ওসি জানিয়েছেন, ভোলার গাজীর চর এলাকার মৎস্যজীবী মনির হোসেন (৪০) এবং তাঁর সঙ্গীরা গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ৭টার দিকে রাণী রাশমনি ঘাটের কাছে সাগরে মাছ ধরছিলেন।
তখন দুটি ট্রলারে থাকা ১৫–১৬ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। ডাকাতরা জেলেদের জিম্মি করে ১২ লাখ টাকার মাছ ধরার জাল, মাছ, গ্যাস সিলিন্ডার, মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে নেন।
জেলেরা সেদিন সন্ধ্যায় ঘাটে ফিরে আসেন। ভয় থেকে প্রথমে অভিযোগ করেননি। পরে শুক্রবার (৪ অক্টোবর) রাত আড়াইটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করে ডাকাতির বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ রাতেই রাণী রাশমনি ঘাট ও সন্দ্বীপঘাট এলাকায় অভিযান চালায়।
অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের নাম—মো. সুমন মিয়া (৩০), মো. জুয়েল (২৮), মো. মনির উদ্দিন (২৮), সোহেল উদ্দিন (২৪) এবং আব্দুল মোত্তালেব।
উদ্ধারকৃত মালামালে রয়েছে একটি ফিশিং বোট, আনুমানিক ১০ লাখ টাকার মাছ ধরার জাল, ছয়টি গ্যাস সিলিন্ডার, দুটি লোহার হুক, সাতটি দাঁ ও দুটি এসএস পাইপ।
পাহাড়তলী থানার ওসি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনার সঙ্গে জড়িত বাকিরা এখনও পলাতক রয়েছেন। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।