বিএসএএ’র নির্বাচনের ভোট বৃহস্পতিবার, প্রার্থী ৩৩

অনলাইন ডেস্ক

আগামী বৃহস্পতিবার (৯ অক্টোবর) বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশনের (বিএসএএ) ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

- Advertisement -

দুই গ্রুপ, ঐক্য পরিষদ ও সম্মিলিত পরিষদ, এবং একক প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতায় সরগরম ভোটের মাঠ। এবারের নির্বাচনে ২৪টি পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৩ জন প্রার্থী।

- Advertisement -google news follower

এর মধ্যে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন তিনজন। তারা হলেন-ঐক্য পরিষদ থেকে ক্যাপ্টেন এমডি সালাহ উদ্দিন চৌধুরী, সম্মিলিত পরিষদ থেকে আহসান ইকবাল চৌধুরী (আবির) এবং একক প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে ভোটে অংশ গ্রহণ করেছেন আহসানুল হক চৌধুরী।

এছাড়া সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন আজিম রহিম চৌধুরী, এমডি আলী আকবর (ঐক্য পরিষদ), মোহাম্মদ আব্দুল মালেক ও জহুর আহমেদ (সম্মিলিত পরিষদ)।

- Advertisement -islamibank

ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ মশিউল আলম, ক্যাপ্টেন মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ (ঐক্য পরিষদ) ও আক্তার কামাল চৌধুরী (সম্মিলিত পরিষদ)।

জেনারেল পরিচালক পদে ঐক্য পরিষদ থেকে রয়েছেন-ক্যাপ্টেন মোহাম্মদ আলী, অঞ্জন মজুমদার, কাজী মনসুর উদ্দীন, শরফরাজ কাদের, মোহাম্মদ দিদারুল আলম চৌধুরী, মোহাম্মদ আনোয়ার হোসেন খান (হাসান), মোহাম্মদ আব্দুল কুদ্দুস, নূর উন নবী, এস এম এনামুল করিম, আকিব হাসনাত, মোহাম্মদ শফিউল আলম, এ টি এম জহিরুল ইসলাম ও মোহাম্মদ আনোয়ারুল কবির কামরুল।

অপরদিকে সম্মিলিত পরিষদ থেকে আছেন-মোহাম্মদ তৌহিদুল ইসলাম, আহমেদ তাসিন আসাদুল্লাহ ও মোহাম্মদ শহীদ উল্লাহ চৌধুরী।

এসোসিয়েট পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুয়াম্মার আহমেদ, মোহাম্মদ হুমায়ুন কবির পাটোয়ারী, মোহাম্মদ শাহীন, ফরহাদুল আলম চৌধুরী, মোহাম্মদ মনসুর আলী ও মাসুদ আহমেদ (ঐক্য পরিষদ) এবং জুনাইদ আহমেদ রাহাত (একক প্রার্থী)।

ঐক্য পরিষদ এবার পূর্ণ প্যানেল ঘোষণা করেছে। অপরদিকে সম্মিলিত পরিষদ প্রার্থী সংকটে পড়ায় ভোটের লড়াইয়ে নতুন কৌশল নিয়েছে দুই পক্ষই।

প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় বন্দরের কার্যক্রম উন্নয়ন, নীতি-পরিকল্পনা প্রণয়ন, সেবা সম্প্রসারণ এবং আমদানি-রপ্তানি বাণিজ্যে গতি বৃদ্ধির নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। বিশেষ করে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদকে ঘিরে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে।

তবে শোনা যাচ্ছে পূর্ণ প্যানেল গঠন করতে না পারা এবং ফি ফাঁকির অভিযোগের কারণে আহসান ইকবাল চৌধুরী (আবির) ভোটের মাঠ থেকে সরে দাঁড়াতে পারেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, এবারের নির্বাচনে ১৬১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে জেনারেল ক্যাটাগরিতে আছেন ৯২ জন এবং এসোসিয়েট ক্যাটাগরিতে আছেন ৬৯ জন ভোটার।

নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রার্থীদের আচরণবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ