চট্টগ্রামে এখন টিভির ২ সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা, ক্যামেরা ভাঙচুর

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর জঙ্গল সলিমপুর এলাকায় সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার হয়েছেন এখন টিভির চট্টগ্রাম অফিস প্রধান হোসাইন জিয়াদ এবং ক্যামেরাপার্সন পারভেজ রহমান।

- Advertisement -

রোববার (৫ অক্টোবর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিট ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হয়েছে।

- Advertisement -google news follower

জানা গেছে, নগরীর আকবর শাহ ও সীতাকুণ্ড থানাধীন দুর্গম জঙ্গল সলিমপুর এলাকায় দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে দুদিন ধরে সংঘর্ষ ও গোলাগুলি চলছে।

দখল-বেদখল ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘটিত এ সংঘর্ষে একজন নিহত এবং ১০/১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি।

- Advertisement -islamibank

এদিকে রোববার সংবাদ সংগ্রহ করতে গেলে এখন টেলিভিশনের চট্টগ্রাম অফিস প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরাপার্সন পারভেজের ওপর হামলা চালায় ১৫/২০ জন সন্ত্রাসী।

আহত সাংবাদিক পারভেজ রহমান জানান, তাদের মেরে রক্তাক্ত করা হয়েছে। তাদের ক্যামেরা ভেঙে ফেলা হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যাজুয়্যালিটি ওয়ার্ডে ভর্তি করে।

এদিকে সাংবাদিকদের উপর হামলার এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন সাংবাদিক সংগঠনগুলো।

এ বিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, জঙ্গল সলিমপুরে সংবাদ সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার হয়েছে শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ