সীতাকুণ্ডে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, ক্যামেরা ভাঙচুর ও লুটপাট

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার আলীনগর এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন এখন টেলিভিশনের দুই সাংবাদিক। হামলাকারীরা তাদের ওপর বেপরোয়া আক্রমণ চালিয়ে ক্যামেরা ও অন্যান্য সরঞ্জাম ভাঙচুর করে, পাশাপাশি মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।

- Advertisement -

রোববার (৫ অক্টোবর) সকালে এ ঘটনাটি ঘটে।

- Advertisement -google news follower

আহত সাংবাদিকরা হলেন— এখন টেলিভিশনের ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি হোসাইন জিয়াদ এবং ক্যামেরা পারসন মো. পারভেজ। আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, শনিবার সকালে সাংবাদিক দলটি আলীনগরে চলমান সংঘর্ষ ও দখলবাজির খবর সংগ্রহ করতে গেলে ‘ইয়াসিন গ্রুপ’-এর সদস্যরা তাদের ওপর হামলা চালায়। মুহূর্তের মধ্যেই চারদিক থেকে ঘিরে সাংবাদিকদের মারধর শুরু হয়।

- Advertisement -islamibank

সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মজিবর রহমান বলেন, “ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। আহত দুই সাংবাদিক বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।”

স্থানীয় সূত্র জানিয়েছে, হামলার পর পুলিশের একটি টিম অভিযান চালিয়ে আলীনগর আয়নাঘর এলাকা থেকে একজনকে আটক করেছে, যদিও পুলিশ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

সাংবাদিকদের ওপর এ নৃশংস হামলার ঘটনায় চট্টগ্রামের সাংবাদিক সমাজ নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে।

এদিকে এর আগের দিন, শুক্রবার রাতে আলীনগরে ইয়াসিন বাহিনী ও যুবলীগের ভাগিনা জাবেদ গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১৬ জন আহত হন। নিহতের নাম কালু (৩২)। পরে স্থানীয়রা যুবলীগ নেতা ভাগিনা জাবেদকে দেশীয় অস্ত্রসহ আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

স্থানীয়দের ভাষ্য, সরকারি জমি দখল নিয়ে ইয়াসিন গ্রুপ ও সরোয়ার বাবলার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারের লড়াই চলছে। এলাকাটি বহুদিন ধরেই চট্টগ্রামের সন্ত্রাসীদের ঘাঁটি ও অস্ত্রের গুদামঘর হিসেবে পরিচিত।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু জানান, “দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

উল্লেখ্য, সরকারি জমির ওপর গড়ে ওঠা জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকার বস্তিগুলো দীর্ঘদিন ধরে দখলবাজ চক্রের নিয়ন্ত্রণে। আইনশৃঙ্খলা বাহিনী একাধিকবার অভিযান চালালেও এলাকার সন্ত্রাসীরা পুনরায় সংগঠিত হয়ে পড়ছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ