সৌদিতে হৃদরোগে মারা গেছেন রাঙ্গুনিয়ার শিফু

অনলাইন ডেস্ক

সৌদি আরবে হৃদরোগে আক্রান্ত হয়ে ‎রাঙ্গুনিয়া প্রবাসী কাজী তাজুল ইসলাম শিফু (৫০)র মৃত্যু হয়েছে।

- Advertisement -

রবিবার (৫ অক্টোবর) সৌদি আরবের রিয়াদের সামিসি হাসপাতালে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

- Advertisement -google news follower

মরহুমের নিকটাত্মীয় কাজী মিল্লাত সৌদি আরব থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

‎কাজী তাজুল ইসলাম শিফু রাঙ্গুনিয়া লালানগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কাজী বাড়ির কাজী আব্দুস সালামের ছেলে।

তাজুল ইসলাম দীর্ঘদিন ধরে সৌদি আরবের রিয়াদ হারা এলাকায় দোকানে কর্মরত ছিলেন। ১২ দিন পূর্বে ব্রেনস্ট্রোক জনিত কারণে তিনি রিয়াদের সামিসি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

- Advertisement -islamibank

‎উল্লেখ্য, তিনি ১২ বছর আগে ইউএইতে গিয়েছিলেন। ২০১৬ সাল থেকে সৌদি আরবের রিয়াদে কর্মরত ছিলেন। সর্বশেষ ২০ মাস আগে দেশ থেকে প্রবাসে পাড়ি দেন। তার লাশ আনার ব্যবস্থা চলছে বলে স্বজনরা নিশ্চিত করেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ