কোনো দল বা ব্যক্তি নয়, দেশের জনগণই গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড: তারেক রহমান

অনলাইন ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কোনো দল বা ব্যক্তি নয়, দেশের জনগণই গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড।

- Advertisement -

তিনি বলেন, ‘সংগত কারণে দেশে ফেরা হয়নি, শিগগিরই ফিরবো।’ আগামী নির্বাচনে জনগণের মাঝেই থাকার কথা বিবিসি বাংলাকে জানিয়েছেন তারেক রহমান।

- Advertisement -google news follower

এসময় তিনি আরও বলেন, ‘গণমাধ্যমে কথা বলেছি কিন্তু স্বৈরাচারী সরকার পত্রিকায় ছাপতে দেয়নি।’

নির্বাচনের আগে দেশে আসবেন কি-না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাজনৈতিক কর্মী হিসেবে রাজনীতি ও নির্বাচন ওতপ্রোতভাবে জড়িত‌। জনগণের একটা প্রত্যাশিত নির্বাচনে কীভাবে দূরে থাকি? ’

- Advertisement -islamibank

দ্রুত দেশে ফেরার কথা জানিয়ে তিনি বলেন, ‘সংগত কারণেই দেশে ফেরা হয়নি।’

দেশে ফেরা নিয়ে কোনো শঙ্কা আছে কিনা এমন প্রশ্নে তারেক রহমান বলেন, ‘বিভিন্ন জায়গা থেকে শঙ্কার কথা শুনেছি, সরকারের কাছ থেকেও অনেক সময় শঙ্কার কথা শুনেছেন বলেও জানান তিনি।’

তবে, শেষ পর্যন্ত দেশে ফিরে নির্বাচনে লড়বেন বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

রোববার (৫ অক্টোবর) এই সাক্ষাৎকারের বিষয়ে বিবিসি বাংলা তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে জানিয়েছে।

সাক্ষাৎকারটি দুই পর্বের প্রথম পর্ব আজ (সোমবার, ৬ অক্টোবর) বিবিসি বাংলার ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

প্রায় ১৭ বছর ধরে লন্ডনে প্রবাস জীবনযাপনকারী তারেক রহমান দীর্ঘদিন পর মিডিয়ার মুখোমুখি হন।

এ সাক্ষাৎকারে তারেক রহমান নির্বাচন, জাতীয় ও রাজনীতিসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ