সব ভিসাধারীর জন্য ওমরাহর অনুমতি দিল সৌদি

অনলাইন ডেস্ক

সুখবর দিলো সৌদি আরব। এখন থেকে পবিত্র ওমরাহ পালন করতে পারবেন যেকোনো ধরনের ভিসাধারীরা।

- Advertisement -

আজ সোমবার (৬ অক্টোবর) দেশটির হজ ও ওমরাহ মন্ত্রালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

- Advertisement -google news follower

সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওমরাহযাত্রীদের জন্য প্রক্রিয়া সহজ করা ও সেবার পরিধি বাড়ানোর অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটি সৌদি ভিশন ২০৩০-এর লক্ষ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই সিদ্ধান্ত বিশ্বের মুসলিমদের সহজে ও শান্তিপূর্ণভাবে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন নিশ্চিত করতে সৌদি আরবের প্রতিশ্রুতিরই প্রতিফলন।

- Advertisement -islamibank

কোন কোন ভিসায় ওমরাহ করা যাবে?
মন্ত্রণালয় জানিয়েছে, ব্যক্তিগত ও পারিবারিক ভিজিট ভিসা, ই-ট্যুরিস্ট ভিসা, ট্রানজিট ভিসা, কাজেরভিসাসহ অন্যান্য ভিসাধারীরাও এখন থেকে ওমরাহ পালন করতে পারবেন।

নিরাপদ ওমরাহ পালন
মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, ‘দুই পবিত্র মসজিদের খাদেম ও ক্রাউন প্রিন্স মুসলমানদের জন্য নিরাপদ পরিবেশে এবং মানসম্মত সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এসব উদ্যোগ ওমরাহ অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।

‘নুসুক ওমরাহ’ প্ল্যাটফর্ম
মন্ত্রণালয় জানায়, ‘নুসুক ওমরাহ’ নামের একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি ওমরার প্যাকেজ বেছে নিয়ে ইলেকট্রনিকভাবে অনুমতি নিতে পারবেন। এই প্ল্যাটফর্মে ভ্রমণ ও সেবার সময় সুবিধামতো নির্ধারণ করা যাবে।

এদিকে সৌদি আরবের এমন ঘোষণার পর বেশ সরব হয়ে উঠেন নেটিজেনরা। সূত্রঃ গালফ নিউজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ