নির্ভুল রোগ নির্ণয়ে ভূমিকা রাখছে এপিক: চসিক মেয়র

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “ স্বাস্থ্যখাতের উন্নয়নে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর উদ্যোগ প্রশংসনীয়। নির্ভুল রোগ নির্ণয়ে ভূমিকা রাখছে এপিক।”

- Advertisement -

তিনি আরও বলেন, “এপিক হেলথ কেয়ার তাদের এক দশকের যাত্রায় যে আস্থা ও সেবার বন্ধন গড়ে তুলেছে, তা ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে। সেবা, মানবতা ও দায়িত্ববোধের সমন্বয়ে গড়ে উঠুক একটি সুস্থ সমাজ।”

- Advertisement -google news follower

মেয়র ডা. শাহাদাত হোসেন সোমবার দুপুরে এপিক হেলথ কেয়ারের ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আনন্দ র‍্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এপিক হেলথ কেয়ারের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এস. এম. লোকমান কবির। অনুষ্ঠান পরিচালনা করেন ডা. হামিদ হোছাইন আজাদ।

- Advertisement -islamibank

এসময় উপস্থিত ছিলেন এপিক হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এস. এম. আবু সুফিয়ান, পরিচালক ইঞ্জিনিয়ার মো. আনোয়ার হোসেন, টি. এম. হান্নান, মো. জসীম উদ্দিন, তহমিনা মরিয়ম, তানজিনা কবির, ডা. সোমেন পালিত, সাজ্জাদ বিন আনাম, সুমন রঞ্জন ভৌমিক, আমিরুল ইসলাম প্রমুখ।

উদ্বোধনী পর্ব শেষে র‍্যালিতে অংশগ্রহণ করেন অতিথিরা এবং পরবর্তীতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মেয়র বলেন, “মানবতার সেবায় রক্তদানের মতো মহৎ কাজ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়। স্বাস্থ্যসেবায় এপিক হেলথ কেয়ারের অবদান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমি আশা করি।”

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ