দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের দক্ষিণ-পূর্বে একটি আকরিক লোহার খনির কাছে বাঁধ ভেঙে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও প্রায় দেড়শ জনের খোঁজ মিলছে না বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।
শুক্রবার (২৫ জানুয়ারি) স্থানীয় সময় দুপুরে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে খনির বাঁধ ভাঙার কারণ জানা যায়নি। নিখোঁজদের অধিকাংশই ওই খনির কর্মী বলে জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা।
দুর্ঘটনায় আটকে পড়া অসংখ্য মানুষকে এরই মধ্যে হেলিকপ্টার দিয়ে উদ্ধার করেছেন ব্রাজিলের জরুরি বিভাগের কর্মীরা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো খবরে জানা যায়, বাঁধ ধসের পর মিনাইস গেরাইস রাজ্যের ব্রুমাদিনোর দুর্গম এলাকাতেও কাদাপানি ছড়িয়ে পড়ে। এতে চাপা পড়ে অসংখ্য ভবন ও যানবাহনও।
প্রসঙ্গত, এর আগে ওই এলাকায় একই কোম্পানির আরেকটি বাঁধ ধসের ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়েছিল।
জয়নিউজ/জুলফিকার