বাঁশখালী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ে গণসংবর্ধনা দেওয়া হয়েছে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীকে।
শনিবার ( ২৬ জানুয়ারি) সকাল ১১টায় এ গণসংবর্ধনা দেওয়া হয়।
এ সময় তিনি বলেন, দক্ষিণ চট্টগ্রামে বঙ্গবন্ধুর নামে একটিমাত্র উচ্চ বিদ্যালয় আছে। এটা মরহুম মুক্তিযোদ্ধা আ ক ম আমির হোসেন প্রতিষ্ঠা করেছিলেন দেশ স্বাধীন হবার আগে। আমি প্রধানমন্ত্রীর কাছে এ বিদ্যালয়টি সরকারিকরণের জন্য ডিও লেটার দিয়েছি। প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন। শীঘ্রই বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় সরকারিকরণ করা হবে।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোজাম্মেল হক সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী খোকা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি রেহেনা আক্তার কাজেমী, শীলকূপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ভূপাল বড়ুয়া, মাস্টার শামসুল আলম, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কায়েস সরোয়ার সুমন ও কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য মিজান সিকদার।