ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি দেশটির সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় পদক ‘ভারতরত্ন’ উপাধিতে ভূষিত হওয়ায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রণব মুখার্জিকে এবার ভারতরত্ন খেতাবের জন্য মনোনীত করেছে দেশটির সরকার।
শনিবার (২৬ জানুয়ারি) সকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী ফোন করে প্রণব মুখার্জিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বলে তাঁর প্রেস উইং থেকে জানানো হয়েছে।
পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতা প্রণব মুখার্জি দীর্ঘ রাজনৈতিক জীবন পেরিয়ে ২০১২ সালে ভারতের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। এই পদে তিনিই প্রথম বাঙালি। ২০১৭ সালে দায়িত্ব ছাড়ার পর বর্তমানে অবসর কাটাচ্ছেন তিনি।
এর আগে ভারতের প্রতিরক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।
বাংলাদেশের বন্ধু হিসেবে পরিচিত প্রণব মুখার্জি বিয়ে করেছেন নড়াইলের মেয়ে শুভ্রা মুখার্জিকে। ২০১৫ সালে শুভ্রার মৃত্যু হয়।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দীর্থদিন থেকেই পারিবারিক সম্পর্ক রয়েছে প্রণবের।