স্বাধীনতার ৪৭ বছর পর বিদ্যুৎ পেলেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরাঞ্চলের চরবংশী ইউনিয়নের চর ইন্দুরিয়া, চরবংশী, চরজালিয়া ও গর ঘাষিয়াসহ চার গ্রামের বাসিন্দারা।
শনিবার ( ২৬ জানুয়ারি) বিকেলে চরবংশী ইউনিয়নের চর ইন্দুরিয়া আলতাব হোসেনের ঘাটে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন লাইনের উদ্বোধন করেন প্রধান অতিথি লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের সাংসদ কাজী শহিদ ইসলাম পাপুল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি পাপুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুতি দিয়েছিলেন দেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেবেন। তিনি সেই প্রতিশ্রুতি রেখেছেন। রায়পুর উপজেলার এই চরাঞ্চলের চারটি গ্রামে বিদ্যুৎ সংযোগ দেয়ার মাধ্যমে রায়পুর উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হয়েছে।
উপজেলা চেয়ারম্যান আলতাব হোসেন হাওলাদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মো. শাহজাহান কবীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী রায়, পৌর মেয়র ইসমাইল খোকন, রায়পুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম শেখ মনোয়ার মোরশেদ।