মার্কিন সরকার পরমাণু অস্ত্র উন্নত করা এবং তা সংরক্ষণে আরো ৫০ হাজার কোটি ডলার খরচের পরিকল্পনা নিয়েছে। আগামী এক দশকে পরমাণু অস্ত্রের পেছনে এ অর্থ খরচ করা হবে।
২০১৭ সালে প্রকাশিত রিপোর্টে এ খাতে খরচের যে হিসাব দেওয়া হয়েছিল তার চেয়ে ব্যয় বাড়ছে শতকরা ২৩ ভাগ। সে সময় বলা হয়েছিল, এক দশকে পরমাণু অস্ত্রের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে ৪০ হাজার কোটি ডলার খরচ হবে। কিন্তু এখন তা বাড়িয়ে ৪৯ হাজার ৪০০ কোটি ডলারে নেওয়া হয়েছে।
২০১৭ সালে খরচের যে সম্ভাব্য হিসাব দেওয়া হয়েছিল ২০১৫ সালের চেয়ে তা শতকরা ১৫ ভাগ বেশি ছিল। অর্থাৎ সববারই পরমাণু অস্ত্রের উন্নয়নে সম্ভাব্য খরচের পরিমাণ বাড়ানো হয়েছে।
আমেরিকা যেসব পরমাণু অস্ত্র উন্নত করতে চায় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যুদ্ধজাহাজ থেকে উৎক্ষেপণযোগ্য নতুন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং প্লুটোনিয়াম পিট উৎপাদন বাড়ানো।
এছাড়া পরমাণু অস্ত্র উন্নত করার কর্মসূচিতে বি-৮৩ বোমার মেয়াদ আগের চেয়েও দীর্ঘ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।