গাইবান্ধা-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. মো. ইউনুস আলী সরকার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ১ লাখ ২১ হাজার ১৬৩ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাপা (এরশাদ) প্রার্থী ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পী লাঙ্গল প্রতীকে ২৪ হাজার ৩৮৫ ভোট পেয়েছেন।
রোববার (২৭ জানুয়ারি) সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় সূত্র এ খবর জানিয়েছে।
ভোট চলাকালে দুপুর ২টার দিকে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু) মনোনীত মশাল প্রতীক প্রার্থী এসএম খাদেমুল ইসলাম ভোট বর্জন করেন।
উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর রাতে ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরীর মৃত্যুজনিত কারণে গাইবান্ধা-৩ আসনে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। পুনঃ তফসিল অনুযায়ী রোববার ২৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।