সৌদি আরবে যুবরাজের নির্দেশে গ্রেপ্তার ২৫ লাখ

সৌদি আরবে গত এক বছরে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশে পরিচালিত অভিযানে প্রায় ২৫ লাখ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিপুল সংখ্যক মানুষকে গ্রেপ্তারের পেছনে চাকরিতে অনিয়ম, আবাসন আইন ভঙ্গ ও সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত আইনের কথা উল্লেখ করা হয়েছে।

- Advertisement -

২০১৭ সালের নভেম্বরে এ অভিযান শুরু হয়। অভিযানে এখন পর্যন্ত মোট ২৫ লাখ ৪ হাজার ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৩ লাখ ৮৫ হাজার ৮৯৮ জনকে বিভিন্ন মেয়াদে ইতোমধ্যে সাজাও দেওয়া হয়েছে।

- Advertisement -google news follower

এছাড়া ১৯ লাখ ৪৯ হাজার ২৪ জনের বিরুদ্ধে আবাসিক আইন লঙ্ঘন, ৩ লাখ ৮৩ হাজার ৩৩ জনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘন ও ১ লাখ ৭১ হাজার ৯৮০ জনের বিরুদ্ধে সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগ আছে।

৪১ হাজার ২৩৩ জনকে সীমান্ত দিয়ে সৌদিতে প্রবেশ প্রক্রিয়ায় যুক্ত থাকার অভিযোগে আর ৩ হাজার ৩০৫ জনকে এসব মানুষকে নিয়ে আসা ও আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়।– আরব নিউজ

জয়নিউজ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM