চরফ্যাশনে আগুনে ৩০ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

ভোলার চরফ্যাশনে জনতা রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

- Advertisement -

রোববার (২৭ জানুয়ারি) রাত ১২টায় দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

- Advertisement -google news follower

প্রতক্ষ্যদর্শীরা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত । দ্রুত আগুন সদর রোডের পূর্বপাশে হোটেল রাজের পর থেকে শুরু করে পূর্বদিকে রূপালী ব্যাংক পর্যন্ত এলাকায় ছড়িয়ে পড়লে ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়।

স্থানীয়রা জানান, পর্যাপ্ত পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস কর্মীদের হিমশিম খেতে হয়।

- Advertisement -islamibank

এদিকে সোমবার (২৮ জানুয়ারি) সকালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খবর নিতে আসেন সাবেক উপমন্ত্রী ও ভোলা-৪ আসনের সাংসদ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস দেন।

জয়নিউজ/শাহীন/পলাশ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM