‘প্রিয়াঙ্কার রোগ আছে’ মন্তব্যে সমালোচিত বিজেপি নেতা

ভারতে কংগ্রেস দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে দেশটির রাজ্যসভার সদস্য বিজেপি নেতা সুব্রহ্মন্যম স্বামীর একটা মন্তব্য নিয়ে ভারতজুড়ে চলছে বিতর্ক।

- Advertisement -

এ বিজেপি নেতা সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘প্রিয়াঙ্কা গান্ধীর একটা রোগ আছে। যেটা মোটেই সাধারণ মানুষের জীবনের জন্য ভাল নয়। ওঁর মাথায় মাঝে মাঝে হিংসা ভর করে। এমনকি লোকজনকে ধরে পিটুনিও দেন।’

- Advertisement -google news follower

স্বামী সুব্রহ্মন্যম নতুন কোনো রাজনীতিবিদ নন। সেই চন্দ্রশেখরের মন্ত্রিসভা থেকে জাতীয় রাজনীতির অন্যতম মুখ তিনি।

তার এই বক্তব্য এএনআই টুইট করার পরেই নেটিজেনদের অনেকেই সেখানে প্রতিবাদ করেছেন। প্রতিক্রিয়ায় কেউ লিখেছেন, `স্বামীর মস্তিষ্ক খুলে পড়ে গেছে।‘ কেউ আবার রসিকতা করে লিখেছেন, `উনি জানলেন কী করে? প্রিয়াঙ্কা কি তাঁকে পিটিয়েছিলেন!’

- Advertisement -islamibank

এদিকে, এক কংগ্রেস নেতা দাবি করেছেন, প্রিয়াঙ্কার রাজনীতিতে আসার খবরে বিজেপি যে ভয় পেয়েছে, স্বামীর বক্তব্য তারই প্রমাণ। তাই প্রলাপ বকতে শুরু করেছেন তিনি।

জয়নিউজ/পলাশ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM