হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীর পায়ে সফল অস্ত্রোপচার হয়েছে।
রোববার (২৭ জানুয়ারি) রাজধানীর খিলগাঁওয়ের খিদমাহ হাসপাতালে রাত ১০টায় তাঁর অস্ত্রোপচার হয় বলে জানিয়েছেন মহাসচিবের একান্ত ব্যক্তিগত সহকারী মাওলানা ইনামুল হক ফারুকী।
তিনি জানান, ‘বর্তমানে অসুস্থ হয়ে হুজুর ঢাকার খিদমাহ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর বাম পায়ে ইনফেকশন (পচন) হওয়ায় অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। অস্ত্রোপচারের পর ডাক্তাররা জানিয়েছেন, তাঁর কিডনি, হার্ট, লিভার, প্রেশার, ডায়াবেটিস, পায়ে ইনফেকশন জটিল আকার ধারণ করেছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে (হুজুর) শীঘ্রই বিদেশ নিয়ে যেতে হবে। না হলে দিন দিন তাঁর শারীরিক অবনতি ঘটতে পারে বলে ডাক্তাররা জানিয়েছেন।’ ডাক্তাররা সিঙ্গাপুরে নিয়ে যাবার পরামর্শ দিয়েছেন বলেও জানান তিনি।
প্রসঙ্গত, শনিবার (২৬ জানুয়ারি) বিকালে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী অসুস্থবোধ করলে তাঁকে ঢাকার খিদমাহ হাসপাতালে ভর্তি করানো হয়।