কিউবার রাজধানী হাভানায় টর্নেডোতে অন্তত ৪ জন নিহত ও দুই শতাধিক আহত হয়েছে।
রয়টার্স জানিয়েছে, রোববার (২৭ জানুয়ারি) রাতের এই ঝড়টি ছিল ৮০ বছরের মধ্যে কিউবায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টর্নেডো। এর তাণ্ডবে ঘরবাড়ির ছাদ উড়ে গেছে, গাড়ি উল্টে পড়েছে এবং কয়েকটি ভবন ভাঙাচোরা ইটের স্তূপে পরিণত হয়েছে।
মোটামুটি এক কিলোমিটার ব্যাপ্তির এই দানবীয় টর্নেডো প্রায় ১৬ মিনিট হাভানায় সাড়ে ১১ কিলোমিটার পথজুড়ে তাণ্ডব চালায়।
মূলত হাভানার পূর্বাংশ ও কেন্দ্রীয় এলাকাতেই বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এই এলাকার সড়কগুলোতে ভাঙা কাঁচ, বিভিন্ন ধ্বংসাবশেষের পাশাপাশি উপড়ে পড়া গাছ ও বৈদ্যুতিক লাইন দেখা গেছে। কয়েকটি এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। পানি সরবরাহে ঘটেছে বিঘ্ন।
টর্নেডো আঘাত হানার কিছুক্ষণ পর কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ কানেল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এরপর এক টুইটে প্রাথমিকভাবে ৩ জন নিহত হওয়ার কথা জানান। পরে সোমবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় কিউবার রাষ্ট্রীয় গণমাধ্যম ৪ জন নিহত ও ১৯৫ জন আহত হয়েছে বলে জানায়।