কিউবায় টর্নেডো, নিহত ৪

কিউবার রাজধানী হাভানায় টর্নেডোতে অন্তত ৪ জন নিহত ও দুই শতাধিক আহত হয়েছে।

- Advertisement -

রয়টার্স জানিয়েছে, রোববার (২৭ জানুয়ারি) রাতের এই ঝড়টি ছিল ৮০ বছরের মধ্যে কিউবায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টর্নেডো। এর তাণ্ডবে ঘরবাড়ির ছাদ উড়ে গেছে, গাড়ি উল্টে পড়েছে এবং কয়েকটি ভবন ভাঙাচোরা ইটের স্তূপে পরিণত হয়েছে।

- Advertisement -google news follower

মোটামুটি এক কিলোমিটার ব্যাপ্তির এই দানবীয় টর্নেডো প্রায় ১৬ মিনিট হাভানায় সাড়ে ১১ কিলোমিটার পথজুড়ে তাণ্ডব চালায়।

মূলত হাভানার পূর্বাংশ ও কেন্দ্রীয় এলাকাতেই বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এই এলাকার সড়কগুলোতে ভাঙা কাঁচ, বিভিন্ন ধ্বংসাবশেষের পাশাপাশি উপড়ে পড়া গাছ ও বৈদ্যুতিক লাইন দেখা গেছে। কয়েকটি এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। পানি সরবরাহে ঘটেছে বিঘ্ন।

- Advertisement -islamibank

টর্নেডো আঘাত হানার কিছুক্ষণ পর কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ কানেল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এরপর এক টুইটে প্রাথমিকভাবে ৩ জন নিহত হওয়ার কথা জানান। পরে সোমবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় কিউবার রাষ্ট্রীয় গণমাধ্যম ৪ জন নিহত ও ১৯৫ জন আহত হয়েছে বলে জানায়।

জয়নিউজ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM