বাঁশখালী জলদী ইয়ং সংসদের রজতজয়ন্তী ও সম্মাননা প্রদান অনুষ্ঠান শুক্রবার (২৫ জানুয়ারি) সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা (উপ-সচিব) অধ্যাপক সুমন বড়ুয়া।
তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে যুবসমাজকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানান।
সম্মানিত অতিথি ছিলেন সাতকানিয়া সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক বোধিরঞ্জন বড়ুয়া।
ইয়ং সংসদের সভাপতি প্রভাষক অসীম বড়ুয়ার সভাপতিত্বে এবং উদযাপন কমিটির আহ্বায়ক সাংবাদিক সুবল বড়ুয়া ও সদস্য সচিব শিক্ষক প্রণব বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক নীলরতন বড়ুয়া, সাংবাদিক জীবক বড়ুয়া, বাঁশখালী বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক কল্যাণ বড়ুয়া মুক্তা, বাঁশখালী থানার এসআই আবদুল কুদ্দুছ, শিক্ষক লোকপাল বড়ুয়া, সমাজসেবক ক্ষিরোধ চন্দ্র বড়ুয়া, শচীন্দ্র লাল বড়ুয়া, ব্যবসায়ী শ্রীমন্ত বড়ুয়া, সমাজসেবক বাবুল বড়ুয়া, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি দীপন বড়ুয়া, সাবেক সভাপতি নিরুপন বড়ুয়া, সাবেক সহ-সভাপতি সুমনপ্রিয় বড়ুয়া সুধন, সাবেক সাধারণ সম্পাদক ব্যাংকার বাবুল কুমার বড়ুয়া, আশুতোষ বড়ুয়া, উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক অধ্যাপক শ্যামল বড়ুয়া, বর্তমান সাধারণ সম্পাদক জীবক বড়ুয়া জিকু, সহ-সভাপতি তপু বড়ুয়া, শিক্ষক বাবলু বড়ুয়া, অর্থ সম্পাদক রিপুল বড়ুয়া, শম্ভু বড়ুয়া, রাজীব বড়ুয়া, বিজয় বড়ুয়া, রূপন বড়ুয়া, পিন্টু বড়ুয়া, রাজেশ বড়ুয়া, শ্রাবণী বড়ুয়া, বীথি, হিরু বড়ুয়া, নোবেল বড়ুয়া, অভি বড়ুয়া, নিখিল বড়ুয়া প্রমুখ।
অনুষ্ঠানে সংসদের সাবেক ১২ কর্মকর্তা এবং মাস্টার্স, অনার্স/ডিগ্রি ও জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সম্মাননা এবং ১০ অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীকে এককালীন বৃত্তি প্রদান করা হয়।
ওইদিন সকালে সংঘরাজ ভিক্ষু মহাসভার সিনিয়র সহ-সভাপতি শাসনপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে অষ্ট পরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠানের উদ্বোধন করেন জলদী ধর্মরত্ন বিহারের অধ্যক্ষ ধর্মপাল মহাস্থবির। প্রেস বিজ্ঞপ্তি।