অবশেষে জব্দকৃত পাসপোর্ট ফিরে পেলেন বাবুনগরী

দীর্ঘ ৫ বছর পর হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীকে তাঁর জব্দকৃত পাসপোর্ট ফেরত দেওয়া হয়েছে।

- Advertisement -

এর আগে মঙ্গলবার (২৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে হেফাজত আমীর আল্লামা শাহ আহমদ শফী প্রধানমন্ত্রীর সামরিক সচিবের সঙ্গে ফোনালাপে আল্লামা বাবুনগরীর পাসপোর্ট ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

- Advertisement -google news follower

হেফাজত আমীরের সঙ্গে ফোনালাপে প্রধানমন্ত্রীর সামরিক সচিব আল্লামা বাবুনগরীর পাসপোর্ট দ্রুত ফেরত দেওয়ার আশ্বাস দেন।

এর প্রেক্ষিতে মঙ্গলবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর বারডেম হাসপাতালে এসে প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবদীন আল্লামা বাবুনগরীর হাতে পাসপোর্ট তুলে দেন। রাত ৮টার দিকে মুঠোফোনে এ বিষয়টি নিশ্চিত করেছেন আল্লামা বাবুনগরীর ব্যক্তিগত সহকারী মাওলানা ইন’আমুল হাসান ফারুকী।

- Advertisement -islamibank

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় আমির মাওলানা ক্বারী আতাউল্লাহ বিন হাফিজি ও আল্লামা বাবুনগরীর জামাতা মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ।

বর্তমানে আল্লামা বাবুনগরী বারডেম হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

জয়নিউজ/আবু তালেব/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM