খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমাকে আটক করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার (২৯ জানুয়ারি) রাতে উপজেলার সদর থেকে মোটর সাইকেল যোগে শিলাছড়ি যাওয়ার পথে নিরাপত্তা বাহিনীর চেক পোস্টের সামনে থেকে তাকে আটক করা হয়।
লক্ষ্মীছড়ি থানার অফিসার্স ইনচার্জ মো.আব্দুল জব্বার জয়নিউজকে বলেন, আটককৃত উপজেলা চেয়ারম্যান রাঙামাটির লংগদু ও নানিয়াচর এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডের অন্যতম আসামি । তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিল। এছাড়া তার বিরুদ্ধে অস্ত্র আইনেও মামলা রয়েছে। বুধবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে প্রেরণ করা হবে।
উল্লেখ্য, এর আগে ২০১৭ সালের ১ জানুয়ারি নিজ বাসা হতে অস্ত্র ও গুলিসহ যৌথবাহিনীর অভিযানে আটক হন তিনি।