একাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু

প্রথম অধিবেশনের মধ্যদিয়ে একাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছে। বুধবার (৩০ জানুয়ারি) বিকেল তিনটায় প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। এর আগে ৯ জানুয়ারি অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

- Advertisement -

গত ২৮ জানুয়ারি শেষ হয়েছিল দশম জাতীয় সংসদের মেয়াদ। নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া আওয়ামী লীগ এবার টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করল।

- Advertisement -google news follower

গত ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর আওয়ামী লীগ ও জোটসঙ্গী দলগুলোর নির্বাচিতরা ৩ জানুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছিলেন। নিয়ম অনুযায়ী নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে প্রথম অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে।

এবারের নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৫৭টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ। জোটগতভাবে তারা পেয়েছে ২৮৮ আসন। অপরদিকে দলটির প্রধান প্রতিপক্ষ বিএনপি ও তাদের জোটসঙ্গীরা সবমিলিয়ে মাত্র আটটি আসন পেয়েছে।

- Advertisement -islamibank

একাদশ সংসদে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে জাতীয় পার্টি। তবে গত সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের চেয়ারে বসছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। অন্যদিকে এবারের সংসদেও সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে জালিয়াতির অভিযোগ তুলে নির্বাচন প্রত্যাখ্যান করা বিএনপি জোটের নেতারা সংসদ সদস্য হিসেবে শপথ নেননি।

জয়নিউজ/পলাশ/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM