রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, ‘সব বিষয়ে জাতীয় ঐকমত্য ছাড়া শান্তি ও সমৃদ্ধি স্থায়ী রূপ পেতে পারে না। আইনের শাসন, গণতন্ত্রের ধারাবাহিকতা ও অব্যাহত আর্থসামাজিক উন্নয়নের মতো মৌলিক প্রশ্নে সকল রাজনৈতিক দল, শ্রেণি ও পেশা নির্বিশেষে সকলের ঐকমত্য গড়ে তোলার সম্মিলিত উদ্যোগ গ্রহণ করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাই।’
বুধবার (৩০ জানুয়ারি) একাদশ জাতীয় সংসদের যাত্রা শুরুতে সংসদে দেওয়া ভাষণে তিনি এই আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, ‘আশা করি বিভিন্ন ক্ষেত্রে সরকারের গৃহীত উদ্যোগ আরও সুসংহত ও গতিশীল হবে। শান্তি, গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির যে পথে আমরা হেঁটেছি, সে পথেই বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে।’
তিনি বলেন, ‘আমাদের দৃষ্টি ২০২১ সাল ছাড়িয়ে আরও সামনের দিকে ২০৪১ সালে বিশ্বসভায় বাংলাদেশ একটি উন্নত-সমৃদ্ধ দেশের মর্যাদায় অভিষিক্ত হবে, এটাই জাতির প্রত্যাশা।’
এর আগে রাষ্ট্রপতি সংসদ কক্ষে ঢোকার পর নিয়ম অনুযায়ী জাতীয় সংগীত বাজানো হয়। সংসদে রাষ্ট্রপতির জন্য স্পিকারের ডান পাশে লাল রঙের গদি সম্বলিত চেয়ার রাখা হয়। স্পিকারের অনুরোধের পর রাষ্ট্রপতি তাঁর লিখিত ভাষণের সংক্ষিপ্তসার পড়া শুরু করেন।